নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় ওড়িয়া অভিনেতা উত্তম মোহান্তি! সঙ্কটজনক অবস্থা তাঁর। সিরোসিস অফ লিভারে ভুগছেন উত্তম মোহান্তি। কিছু দিন ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ভেন্টিলেশনে ছিলেন তিনি। অবস্থার আরও অবনতি ঘটায় শনিবার রাতে তাঁকে নিয়ে আসা হয়েছে দিল্লিতে।
তিন দিন আগে তাঁকে ভুবনেশ্বরের একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল। পরে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় তাঁকে। অবস্থার কোনও উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা বর্ষীয়ান অভিনেতাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ মেনে দিল্লির হাসপাতালে নিয়ে আসা হয়েছে।