নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল নতুন দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে হেরে গিয়েছেন। তাঁকে হারালেন বিজেপির পরভেশ বর্মা। তাঁদের ভোটের ব্যবধান ৩,১৮২। দিল্লির জংপুরা কেন্দ্র থেকে মনীশ সিসোদিয়া পরাজিত হয়েছেন। হার স্বীকার করে নিয়েছেন তিনি। বিজেপির জয়ী প্রার্থী তরবিন্দর সিংয়ের সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান ৬০০-র কাছাকাছি।
দিল্লির শকুর বস্তী কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন এএপি নেতা সত্যেন্দ্র জৈন। বিজেপির কর্নেল সিং ওই কেন্দ্রে জিতে গিয়েছেন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত নয়াদিল্লি কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। তিনিও পরাজিত।