নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): নিজের পরাজয় মেনে নিলেন মনীশ সিসোদিয়া। জংপুরায় গণনা কেন্দ্র থেকে বেরিয়ে গেলেন তিনি, বেরিয়ে যাওয়ার সময় বললেন, কোথায় ভুল হয়েছে তা পর্যালোচনা করব। জংপুরা আসন থেকে এএপি প্রার্থী মণীশ সিসোদিয়া অনেকটাই পিছিয়ে পড়েছেন বিজেপির তরবিন্দর সিং মারওয়াহের কাছে।
মনীশ সিসোদিয়া এদিন বলেছেন, দলীয় কর্মীরা ভালোই লড়াই করেছেন; আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি। জনগণও আমাদের সমর্থন দিয়েছে। কিন্তু, আমি ৬০০ ভোটে হেরেছি। বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাই। আশা করি তিনি নির্বাচনী এলাকার জন্য কাজ করবেন।