আগরতলা, ৬ ফেব্রুয়ারি: ৮ মাসের শিশুর শ্বাসনালীতে সফল অস্ত্রোপচার করলেন আগরতলা সরকারী মেডিকেল কলেজের চিকিৎসক। বৃহস্পতিবার আগরতলা মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হয়।
শ্বাসনালীতে জটিল রোগ নিয়ে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমরপুরের এক শিশু। মাত্র ৮ মাস বয়সের এই শিশুর নাম ওজনই চাকমা। শেষপর্যন্ত এই আট মাসের শিশুর শ্বাসনালীতে সফল অস্ত্র প্রচার করলো আগরতলা মেডিকেল কলেজ ও জি বি হাসপাতাল। বৃহস্পতিবার জিবি হাসপাতাল ও আগরতলা মেডিকেল কলেজের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানানো হয়।
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তথা চিকিৎসক অনুপ কুমার সাহা, প্রফেসর ডাক্তার বিপ্লব নাথ, ডেপুটি এমএস অভিজিৎ সরকার, চিকিৎসক বিকাশ দেববর্মা। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে চিকিৎসকরা বলেন বর্তমানে জটিল রোগের চিকিৎসা হচ্ছে আগরতলা সরকারি হাসপাতালে । অকারনে বাইরে না গিয়ে সরকারিভাবে আগরতলা মেডিকেল কলেজ কিংবা জিবি হাসপাতালে চিকিৎসা করানোর আহ্বান করেন।