পানীয় জলের সমস্যায় ভুগছেন গ্রামবাসী, স্থায়ী সমাধানের দাবি

কৈলাসহর, ৬ ফেব্রুয়ারি: গ্রামে পানীয়জলের সমস্যা নিরসনের জন্য জল জীবন মিশনের মাধ্যমে গ্রামে তিনবছর পূর্বে পাম্প মেশিন বসানো হলেও আজ অব্দি পাম্প মেশিন চালু হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। ঘটনা কৈলাসহরের হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায়। যদিও মাস খানেকের মধ্যে এই সমস্যা মিটে যাবে বলে জানিয়েছেন আধিকারিক।

কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ হীরাছড়া এডিসি ভিলেজ। শহর থেকে আট কিলোমিটার দূরে হীরাছড়া এডিসি ভিলেজটি অবস্থিত। এই হীরাছড়া এডিসি ভিলেজের তিন নং ওয়ার্ড এলাকায় প্রায় তিনশো পরিবারের বসবাস রয়েছে। এই তিনশো পরিবারের ৯০ শতাংশই চা বাগান শ্রমিক। দীর্ঘদিন ধরে হীরাছড়া এডিসি ভিলেজের তিন নং ওয়ার্ড এলাকায় পানীয়জলের সমস্যা রয়েছে।

গ্রামবাসীরা জানান যে, পানীয়জলের সমস্যার স্থায়ী সমাধানের জন্য গ্রামবাসীরা দফায় দফায় স্থানীয় এডিসি ভিলেজ কর্তৃপক্ষের সাথে এবং স্থানীয় মহকুমা প্রশাসনের সাথে আলোচনা করার পর বিগত তিন বছর পূর্বে জল জীবন মিশনের মাধ্যমে স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের পক্ষ থেকে হীরাছড়া এডিসি ভিলেজের তিন নং ওয়ার্ড এলাকায় পাম্প মেশিন বসানো হয়েছিলো। এবং গ্রামের প্রতিটি বাড়িতে জলের পাইপ ঢুকিয়ে দিয়েছিল। এমনকি গ্রামের প্রতিটি বাড়িতে জলের পাইপ ঢুকিয়ে পাকার স্থায়ী জলের পয়েন্টও তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু তিন বছর পূর্বে গ্রামে পাম্প মেশিন বসানো হলেও আজ অব্দি পাম্প মেশিন চালু হয়নি এবং গ্রামের প্রতিটি বাড়িতে পানীয়জল সরবরাহ করা হয়নি। এব্যাপারে গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানালেও আজ অব্দি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান গ্রামবাসীরা।

তবে, হীরাছড়া এডিসি ভিলেজের তিন নং ওয়ার্ড এলাকায় তিন বছর পূর্বে পাম্প মেশিন বসানোর পর পাম্প মেশিন চালু করা হয়নি বলে গ্রামবাসীরা অভিযোগ করলেও এব্যাপারে স্থানীয় পানীয়জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নির্মল চন্দ্র বিশ্বাস জানান যে, গ্রামবাসীদের এই অভিযোগ সঠিক নয়। কারন, তিন বছর পূর্বে পাম্প মেশিন বসানোর পর প্রায় দেড় বছর পাম্প মেশিন চালু ছিলো এবং প্রতিটি বাড়িতে পাইপের মাধ্যমে পানীয়জল সরবরাহ করা হত। কিন্তু দেড় বছর ট্রায়াল রানের মধ্যে পাম্প মেশিন চলাকালীন হঠাৎ পাম্প মেশিনের মোটর নষ্ট হয়ে যায়। এমনকি মোটর টুকরো টুকরো হয়ে যায়। এই পাওয়ারফুল মোটর ত্রিপুরা রাজ্যে তৈরি হয়না এবং ত্রিপুরা রাজ্যে পাওয়া যায় না। এটি গুজরাট রাজ্যে তৈরি হয়। তাই এই পাওয়ারফুল মোটরটি গুজরাট রাজ্য থেকে আনতে হয়। ইতিমধ্যেই দপ্তরের মাধ্যমে গুজরাট থেকে মোটরটি আনার প্রয়াস চলছে। আগামী একমাসের মধ্যে মোটরটি আসবে এবং আগামী এক মাসের মধ্যে হীরাছড়া এডিসি ভিলেজের তিন নং ওয়ার্ডের পাম্প মেশিন চালু করে প্রতিটি বাড়িতে পাইপের মাধ্যমে পানীয়জল সরবরাহ করা হবে বলে জানান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নির্মল চন্দ্র বিশ্বাস ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *