আগরতলা, ৬ ফেব্রুয়ারি : বিএমএস কর্মীদের উপর আর্তকিত হামলা চালিয়েছে একদল দুষ্কৃতকারীরা। এমনকি, রাতের আঁধারে ওয়েল ট্যাঙ্কার চালক সংঘের অফিস এবং প্রচার গাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে। ওই ঘটনায় গোটা ধর্মনগর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। আজ হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ওয়েল ট্যাঙ্কার চালক সংঘ সহ অন্যান্য গাড়ি চালকরা।
প্রসঙ্গত, কয়েক মাস আগে বিএমএস (ভারতীয় মজদুর সংঘ) দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। অভিযোগ, বিপ্লব দাস এবং তার অনুগামীরা তাদের আধিপত্য ধরে রাখতে প্রতিপক্ষের কর্মীদের ভয় দেখানো ও হুমকি দেওয়া শুরু করেন। প্রতিদিনই কোনো না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছিল, যা সংগঠনের মধ্যকার উত্তেজনা বাড়িয়ে তুলছিল। এই অত্যাচারের বিরুদ্ধে গতকাল রাস্তায় নামে অনুপ পালপন্থী কর্মীরা। ওই বিক্ষোভে যোগ দেন সারা ভারত প্রাইভেট ট্রান্সপোর্ট সংঘের সভাপতি অসীম দত্ত ও ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট সংঘের সাধারণ সম্পাদক বীরেশ দেবনাথ। আজ আবারো পথ অবরোধে সামিল হয়েছেন তাঁরা।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট সংঘের সাধারণ সম্পাদক বীরেশ দেবনাথের অভিযোগ, গতকাল রাতে ওয়েল ট্যাঙ্কার চালক সংঘে ভাঙচুর চালানো হয়েছে। এমনকি, জেনারেটর, নগদ টাকা এবং বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এরই প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য যান শ্রমিকরা কর্মবিরতির ডাক দিয়েছেন।