ভোট দিলেন রাষ্ট্রপতি মুর্মু, দিল্লিতে ৯টা পর্যন্ত ভোটের হার ৮.১০ শতাংশ

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার সকালে প্রেসিডেন্ট এস্টেটে, ডঃ রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাষ্ট্রপতি ভবনের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন৷ রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সের ভিতরে ডঃ রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি।

এদিকে, দুই ঘণ্টায় দিল্লিতে ভোট পড়েছে ৮.১০ শতাংশ। বুধবার সকাল ৭টা থেকে দিল্লিতে শুরু হয়েছে ভোটগ্রহণ, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৮.১০ শতাংশ। দিল্লিতে ভোটদান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।