কেন্দ্রীয় বাজেটের বিরোধীতায় রাস্তায় নামলো সিপিআইএম

আগরতলা, ৪ ফেব্রুয়ারী :কেন্দ্রের বিজেপি জোট সরকারের কর্পোরেটমুখী প্রতারণার বাজেটের বিরুদ্ধে সিপিআইএম সদর মহকুমা কমিটি আজ শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এদিনের মিছিলটি মেলার মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এক সভায় মিলিত হয়েছে। সেখানে বক্তারা কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক বাম নেতা বলেন, গতানুগতিক বিজেপি সরকার দেশবাসীর সাথে বাজেটের মাধ্যমে চমকের রাজনীতি করেছে। ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট প্রতারণার বাজেট পেশ করেছে। এই বাজেটে ত্রিপুরার জন্য একটিও উন্নয়নমূলক কাজ নেই।

তাঁর অভিযোগ, বাজেটে উত্তরপূর্বাঞ্চল থেকে ত্রিপুরাকে বঞ্চিত করা হয়েছে। এককথায় গ্রামীণ এবং শহরের জনগণের দূর্দশা ডেকে আনবে এই কেন্দ্রীয় বাজেট।