নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা করলেন নির্মলা সীতারমন। তিনি বলেছেন, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর লাগবে না। এই ঘোষণা করে বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
নির্মলা ঘোষণা করেছেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর লাগবে না। নির্মলা বলেছেন, মধ্যবিত্তরা অর্থনীতিতে শক্তি যোগায়। তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ, আমরা পর্যায়ক্রমে করের বোঝা কমিয়েছি। আমি এখন ঘোষণা করতে পেরে আনন্দিত যে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর থাকবে না।