আগরতলা, ২৮ জানুয়ারি: পঞ্চায়েতে আবারো বিপর্যয়ের মুখে শাসক দল বিজেপি। স্বদলীয় প্রধান এবং উপ-প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন কৈলাসহর ধলিয়াকান্দি পঞ্চায়েতের চার জন বিজেপি সদস্য। ফলে, পঞ্চায়েতে ক্ষমতা দখলে রাখা বিজেপিকে গভীর চিন্তায় ফেলেছে।
জানা গিয়েছে, স্বদলীয় প্রধান এবং উপ-প্রধানের বিরুদ্ধে কৈলাসহর ধলিয়াকান্দি পঞ্চায়েতের চার জন বিজেপি সদস্য অনাস্থা প্রস্তাব জমা দিলেন। ১১ আসন বিশিষ্ট পঞ্চায়েতে বিজেপি’র মোট সদস্য ৭ জন। তাদের মধ্যে চার জন মঙ্গলবার জেলা পরিষদ অফিসে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন।
তাঁদের অভিযোগ, কৈলাসহরে কোনো উন্নয়নমূলক কাজ করছেন না প্রধান এবং উপপ্রধান। এবিষয়ে দলের তরফ থেকে তাদেরকে ডেকে বোঝানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাঁরা এখনো পর্যন্ত কেনো উন্নয়নমূলক কাজ করেননি। তাই গতকাল কৈলাসহর ধলিয়াকান্দি পঞ্চায়েতের চার জন বিজেপি সদস্য অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে।