নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ আজ এন আই টি আগরতলার বিশ্বেসরইয়া অডিটোরিয়ামে এন আই টি’র নবম সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হয়৷ রাজ্যপাল তথাগত রায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ আজকের অনুষ্ঠানে এন আই টি’র পক্ষ থেকে রাজ্যপাল তথাগত রায়কে সাম্মানিক হিসেবে ডক্টর অফ ইনঞ্জিনীয়ারিং ডিগ্রী প্রদান করা হয়৷ অন্যদিকে এই সমাবর্তন অনুষ্ঠানে পদ্মশ্রী প্রাপ্ত অভিনেতা নানা পাটেকরকেও ডক্টর অফ লেটারস সাম্মানিক দেওয়া হয়৷অনুষ্ঠানে বিশেষ অতিথি’র ভাষণে রাজ্যপাল বলেন, ত্রিপুরার এন আই টি আগরতলা উত্তর পূর্ব ভারতের কারিগরি প্রতিষ্ঠানগুলির মধ্যে ২য় স্থানে রয়েছে এবং উন্নয়মূলক কাজের জন্য এই প্রতিষ্ঠান ভারতের সবগুলি প্রতিষ্ঠানের মধ্যে ১৩তম স্থান অর্জন করেছে৷ এটা খুব গর্বের বিষয়৷ এই উৎকর্ষতা অর্জনের আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এবং অক্লান্ত শ্রম দিয়েছেন৷ তিনি আশা প্রকাশ করেন আগামী দিনগুলিতেও এন আই টি আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে৷ কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে বেরিয়ে যাওয়া ছাত্রছাত্রীরা এবং যারা বর্তমানে পাঠরত আছেন তাদের সকলকে উদ্দেশ্য করে তিনি বলেন, মানুষের জীবনটা খুব বড় নয়, এই ছোট্ট জীবনেই বড় কিছু করে দেখানোর মধ্যেই জীবন প্রতিষ্ঠা লাভ করে৷ এ বিষয়ে তিনি স্বামী বিবেকানন্দের কথাও উল্লেক করেন৷ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জয়পুর মণিপাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ড ডাঃ সন্দীপ সানচেটি৷ অনুষ্ঠানে এন আই টি আগরতলার উচ্ছ্বসিত প্রশংসা করে বক্তব্য রাখেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অভিনেতা নানা পাটেকর৷
সবাইকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এই আই টি’র অধিকর্তা গোপাল মুগেরাইয়া৷ আজ নবম সমাবর্তন অনুষ্ঠানে এন আই টি’র ২৭ জন শিক্ষার্থীকে পি এইচ ডিগ্রী, ২১ জনকে তাদের কৃতিত্বের জন্য স্বর্ণ পদক দেওয়া হয়েছে৷ এদের মধ্যে স্নাতকোত্তর স্তরের বিভিন্ন শাখায় প্রথম স্থানাধিকারী ১১ জন, স্নাতক স্তরে প্রথম স্থানাধিকারী ৮ জন এবং স্নাতক ও স্নাতকোত্তর স্তর হতে সামগ্রিকভাবে প্রথম স্থান পেয়েছে এমন ২ জনকে স্বর্ণ পদক দেয়া হয়েছে৷ এছাড়াও এই সমাবর্তন অনুষ্ঠানে ২৪৩ জনকে এম-টেক, ১৫ জনকে এম বি এ, ২০ জনকে এম এস সি, ৩৪, জনকে এম সি এ এবং ৬৪৬ জনকে বি-টেক শংসাপত্র দেয়া হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন আই টি আগরতলার বোর্ড অব গবর্নস-এর চেয়ারম্যান অধ্যাপক দীপক বি পাঠক৷
2016-11-13