মুম্বই, ২১ জানুয়ারি (হি.স.): মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থা ভালোই রয়েছে, বিজেপি শুধু শুধু ভয়ের পরিবেশ তৈরি করছে, এমনটাই অভিযোগ করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা সঞ্জয় রাউত। তাঁর কথায়, মুম্বই পৌরসভা নির্বাচনের জন্য বিজেপি ভয়ের পরিবেশ তৈরি করছে।
মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, “মুম্বইয়ে যদি বাংলাদেশি থাকে, তাহলে এ জন্য দায়ী কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী কী করছেন?” সঞ্জয় রাউত আরও বলেছেন, “নির্বাচনের সময় বাংলাদেশিদের নিয়ে তাঁরা চিন্তিত। কেন তারা এসব আগে ভাবেনি?… তাঁরা ক্ষমতায় আছে এবং তাঁদেরই জবাব দিতে হবে কিভাবে রোহিঙ্গা ও বাংলাদেশিরা আমাদের দেশে প্রবেশ করেছে। এলজি এখন চিঠি লিখছেন, তিনি কি গত ১০ বছরে রোহিঙ্গা ও বাংলাদেশিদের দেখতে পারেননি?”