বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবিতে সিপিআইএম’র মিছিল আটকে দেয় বিশালগড় পুলিশ

আগরতলা, ১৮ জানুয়ারি: বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবিতে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে মিছিল ও সভার আয়োজন করা হয়েছে। এদিন মিছিলটি অফিসটিলা পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে বিশালগড় বাজার ঘুরে ফের অফিসটিলায় গিয়ে পথসভার কথা ছিল। কিন্তু বিশালগড় থানার পুলিশ ফায়ার সার্ভিসের সামনে থেকেই মিছিল ঘুরিয়ে দেয়। ব্যারিকেড লাগিয়ে রাস্তায় রণসাজে দাঁড়িয়ে থাকে পুলিশ বাহিনী।

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে, বিধায়ক শ্যামল চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক কেশব দেববর্মা, সহ সিপিআইএমের রাজ্যস্তরে নেতৃত্বরা। এদিন রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে বলেন, গত ছয় বছরে বিজেপি সরকার ত্রিপুরায় অরাজকতা সৃষ্টি করেছে। সারা রাজ্যে দূর্নীতি ছেয়ে গেছে। এরই বিরুদ্ধে আগামী ২৯,৩০ এবং ৩১ জানুয়ারী পার্টির প্রকাশ্য সম্মেলনে অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে জনগণকে সামিল হওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন।

এদিন তিনি আরও বলেন, বেকারদের কর্মসংস্থান, ২০০ দিনের কাজ ৬০০ টাকা মজুরি, দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধ, বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান, কৃষকদের সঠিক সময়ে সার সহ বিভিন্ন চাষবাসের সামগ্রিক প্রদান করা সহ বিভিন্ন দাবিতে মিছিলটি সংগঠিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *