১০ দফা দাবিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের কর্মীদের বিক্ষোভ

আগরতলা, ১৮ জানুয়ারি : ব্যাঙ্কের পরিকাঠামোগত উন্নয়ন সহ ১০ দফা দাবিতে আজ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের অভয়নগর ব্রাঞ্চের সামনে চারটি সংগঠন যৌথভাবে বিক্ষোভে সামিল হয়েছে। তাঁদের দাবি, অতিসত্বর সমস্যা সমাধান করা না হলে আগামী মার্চ মাস থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন। 

সংগঠনের এক কর্মী জানিয়েছেন, গত ১৭ ডিসেম্বর মাসে ব্যাঙ্কের ম্যানেজমেন্টের নিকট ১০ দফা দাবি জানানো হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাঁর কথা, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের আরও শাখা বৃদ্ধি করা যেমন প্রয়োজন তেমনি পরিকাঠামোগত উন্নয়নই অত্যন্ত জরুরি। তাদের দাবিগুলো হল, গ্রাহকদের সরলকৃত লোন প্রদান, কর্মীদের বদলীর পলিসি পরিবর্তন করা, ডিআরডাব্লিউ কর্মীরদলর বেতন বৃদ্ধি করা সহ দশ দফা দাবি জানিয়েছেন। অতিসত্বর তাদের দাবি পূরণ করার উদ্যোগ নেওয়া না হলে আগামী মার্চ মাসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *