রায়পুর, ১৭ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের বিজাপুর জেলার পর এবার নারায়ণপুর! ফের মাওবাদীদের পুঁতে রাখা আইইডি ফেটে বিস্ফোরণ। শুক্রবার নারায়ণপুর জেলায় আইইডি বিস্ফোরণ হয়ে আহত হয়েছেন দু’জন বিএসএফ জওয়ান।
নারায়ণপুরের পুলিশ সুপার প্রভাত কুমার বলেছেন, বিএসএফ আরওপি টিমকে নিশানা করে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। গরপা গ্রামের কাছে ক্যাম্প গরপায় বিস্ফোরণটি হয়। এই বিস্ফোরণে দু’জন বিএসএফ জওয়ান আহত হয়েছেন।