আগরতলা, ১৬ জানুয়ারি : গোপন সংবাদের ভিত্তিতে আসাম রাইফেলস, বনদপ্তর এবং ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে ৯০,০০০ গাঁজা গাছ ধ্বংস করে। যার বাজারমূল্য আনুমানিক ৩.৫ কোটি টাকা হবে। আজ আসাম রাইফেলস তরফ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে।
এদিন বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যাত্রাপুরের অধীনে কাঠালিয়া এলাকায় বিপুল পরিমাণ গাঁজা চাষ করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানে
আনুমানিক ১০০ একর জমিতে গড়ে তোলা আনুমানিক ৯০,০০০ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। যার মূল্য আনুমানিক ৩.৫ কোটি হবে।