বিজাপুর, ১৬ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ে আবারও মাওবাদীদের নাশকতা! বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন দু’জন জওয়ান। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বাসাগুড়া থানার অধীনে পুটকেল গ্রামের কাছে।
তল্লাশি অভিযানের সময় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে দু’জন জওয়ান আহত হন। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জওয়ানদের অবস্থা স্থিতিশীল এবং বিপদমুক্ত।