ইমফল, ৩১ ডিসেম্বর (হি.স.) : মণিপুরের ইমফল পশ্চিম জেলায় সেনা-পুলিশ সমন্বিত যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে বিপুল সংখ্যার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। রাজ্যের পার্বত্য ও উপত্যকা জেলা জুড়ে তালাশি অভিযানে উল্লেখযোগ্য সংখ্যার অস্ত্রশস্ত্র ও যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদের অস্ত্রাগার উৎখাত করেছেন যৌথ বাহিনীর জওয়ানরা, জানিয়েছেন রাজ্য পুলিশের কর্মকর্তা।

রাজ্য পুলিশের সদর দফতরের শীর্ষ কর্মকর্তা জানান, গতকাল সন্ধ্যারাতের দিকে ইমফল পশ্চিম জেলার অন্তর্গত পার্বত্য ও উপত্যকা জেলা জুড়ে যৌথ বাহিনী তালাশি অভিযান চালিয়েছিল। অপারেশনে জেলার সাগাইশাবি রোড (কোনচাক ইয়াংবি রোড) এলাকায় অত্যাধুনিক অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের একটি গোপন অস্ত্রাগার থেকে পয়েন্ট (.) ৩০৩ রাইফেল সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।

উদ্ধারকৃত উল্লেখযোগ্য অস্ত্র সরঞ্জামের মধ্যে দুটি বুলেট ভরতি ম্যাগাজিন সহ ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন সহ একটি কার্বাইন, তিনটি সিঙ্গল ব্যারেল বন্দুক, ১২ রাউন্ড গুলি ভরতি আগ্নেয়াস্র্গ, কার্তুজ ভরতি দুটি সিঙ্গল ব্যারেল বন্দুক, চারটি হ্যান্ড গ্রেনেড, একটি স্মোক গ্রেনেড এবং একটি ‘বাওফেং’ (Baofeng) ওয়ারলেস কমিউনিকেশন সেট।

রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে চলমান প্রচেষ্টায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রান্তিক অঞ্চলে অপারেশন চালিয়েছিলেন জওয়ানরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *