কমলপুর, ৩০ ডিসেম্বর : কমলপুর -আমবাসা সড়কের দুরাই শিববাড়ি এলাকার টার্নিং -এ টিআর০৪ ডি ১৮৬৫ নাম্বারের একটি বোলেরো গাড়ি ও একটি টিআর০৪- বি- ৯৫২৬ নম্বরের বাইকেরোধ্যে সংঘর্ষ বাঁধে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিতে ধাক্কা দেয় বাইকটি। বাইকের ধাক্কায় গাড়িটি রাস্তার পাশে কাত হয়ে যায়।
এদিকে বাইকটি গাড়ির তলদেশে আঘাত হানে। বাইক আরোহী নির্মল দেব্বর্মা, (পিতা-দেবকুমার দেব্বর্মা )রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাতে প্রত্যেক্ষ্যদর্শীরা অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে তাকে গুরুতর আহত অবস্থায় কমলপুর বি এস এম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দেখা যায় তার মাথায়, হাতে ও মুখমন্ডলে গুরুতর আঘাত লেগেছে। তাই বি এস এম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তমন্না দেব্বর্মা জরুরি চিকিৎসা শেষে তাকে কুলাইস্থিত জেলা হাসপাতালে রেফার করেন।
তবে এটা ঘটনা যে ইদানিং পথ দুর্ঘটনা মারাত্মক ভাবে বেড়ে গেছে। ছোট গাড়িগুলি ও বাইক চালকরা অত্যধিক দ্রুতগতিতে যানবাহন চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটছে বলে জানা যায়।