মেলবোর্ন, ৩০ ডিসেম্বর (হি.স.) : মেলবোর্ন টেস্টের শেষ দিনে চা-বিরতির সময়ও মনে হচ্ছিল ম্যাচ ড্রয়ের দিকেই যাচ্ছে। কিন্তু শেষ সেশনে নাটকীয়ভাবে পাল্টে গেল ম্যাচের চিত্র। ভারতীয় দলের ভয়াবহ ব্যাটিং ধসl ৩৪ রানের মধ্যেই শেষ ৭ উইকেট হারাল ভারত। ১৮৪ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ৩৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত গুটিয়ে গেল ১৫৫ রানে।

৩৩ রানে বিরাট কোহেলি(৫), রোহিত শর্মা(৯) ও লোকেশ রাহুলকে(০) হারিয়ে ভারত বিপর্যয়ের মধ্যে পড়লেও সেই ধাক্কা সামলে দ্বিতীয় সেশন নির্বিঘ্নে কাটিয়ে দেন যশস্বী জয়সওয়াল ও রিষভ পন্থ। কিন্তু শেষ সেশনে পন্থ–এর (৩০) বিদায়ের পর পথ হারিয়ে ফেলে ভারত।

পার্ট টাইমার ট্রাভিস হেড পন্থ ফিরতেই ভেঙে পড়ে ভারতের সকল প্রতিরোধ। একের পর এক উইকেট হারায় ভারত। ১২১ রানে চতুর্থ উইকেট হারানোর পর ভারত শেষ ৬ উইকেট হারিয়েছে আর ৩৪ রান তুলতেই। পন্থ–এর বিদায়ের ৩ ওভার পরে মাত্র ৭ বলের মধ্যে বিদায় নেন জাদেজা (২) ও নিতিশ কুমার রেড্ডি (১)। চা বিরতির পর মাত্র ৯.২ ওভারের মধ্যে ১৮ রানে সব মিলিয়ে ৩ উইকেট হারায় ভারত। ভরসা বলতে তখনও পর্যন্ত ঠাণ্ডা মাথায় ব্যাট করে যাওয়া জয়সওয়াল। কিন্তু তাঁর ২০৮ বলে ৮৪ রানের দারুণ ইনিংস থামিয়ে দেন কামিন্স।আর ১৭ বলে ৭ রান করেন আকাশদীপ, ৮ বলে ১ রান করেন বুমরাহ। ওয়াশিংটন সুন্দর ৪৫ বলে ৫ রান করেন। শেষ ব্যাটার সিরাজও ফিরে যান রানের খাতা খোলার আগেই।

আর এই টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স ১৮ ওভারে ২৮ রানে ৩ উইকেট শিকার করেন। স্কট বোল্যান্ডও ৩৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। নাথান লায়ন ২টি এবং মিচেল স্টার্ক ও ট্রাভিস হেড ১টি করে উইকেট ভাগাভাগি করেন।ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের সেরা হয়েছেন অধিনায়ক কামিন্স। ব্যাট হাতে ৪৯ ও ৪১ রানের ইনিংস খেলা অস্ট্রেলিয়ান অধিনায়ক বোলিংয়ে দুই ইনিংসেই নিয়েছেন ৩টি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *