মেধাবী হলেও অর্থের অভাবে পড়াশুনা বিঘ্নিত সায়নের

আগরতলা, ৩০ ডিসেম্বর : মেধাবী হলেও অর্থের অভাবে পড়াশুনা বিঘ্নিত হচ্ছে সিধাই মোহনপুর নিবাসী সায়ন সাহার। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ এর কাছে ছেলের পড়াশোনায় আর্থিক সহায়তার জন্য অনুরোধ জানিয়েছেন পিতা স্বপন সাহা।

প্রসঙ্গত, সিধাই মোহনপুর এলাকার বাসিন্দা স্বপন সাহার একমাত্র ছেলে সায়ন সাহা। গত বছর সে পরীক্ষা পে চর্চায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বাড়িতে এই পরীক্ষার সার্টিফিকেট পৌঁছে দিয়েছিলেন। ওই এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ সায়নের বাড়িতে গিয়ে তাকে সম্মাননা জানিয়েছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা থেকেও তাকে সম্মাননা জানানো হয়। সায়ন ওই সময় মোহনপুর স্কুলের দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতো।

এদিকে, বর্তমানে সায়ন মহারাজা বীর বিক্রম কলেজে প্রথম বিভাগের ছাত্র। কিন্তু দারিদ্রতার কারণে তার পড়াশোনা চালাতে অনেকটাই কষ্টের সম্মুখীন হতে হচ্ছে তার পিতাকে। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন সায়নের বাবা স্বপন সাহা।

স্বপন সাহা মোহনপুর বাজারে কাপড়ের হকারী করেন। অন্যদিকে তার মা বিগত ১৫ বছর যাবৎ পক্ষাঘাতে ভুগছেন। আর্থিক দিক থেকে বেশ দুর্বল এই পরিবার। কিন্তু ছেলে মেধাবী বলে পিতা তার পড়াশোনা করাতে চাইছেন। তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ এর কাছে আর্থিক সাহায্য করার দাবি রাখেন। ছেলে সায়ন সাহাকে আর্থিক সাহায্য করা বা কোন স্কলারশিপ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করলেও হয়তো আগামী দিনের সে পড়াশোনায় অনেকটা এগিয়ে যেতে পারবে। এমনটাই প্রত্যাশা পিতা স্বপন সাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *