কলকাতা, ২৫ ডিসেম্বর (হি.স.): পণ্ডিত মদন মোহন মালব্যর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার প্রধানমন্ত্রী ভিডিয়ো-সহ এক্সবার্তায় লিখেছেন, “মহামনা পণ্ডিত মদন মোহন মালব্যজিকে তাঁর জন্মবার্ষিকীতে অনেক শ্রদ্ধা জানাই। একজন সক্রিয় স্বাধীনতা সংগ্রামী হওয়ার পাশাপাশি তিনি সারা জীবন ভারতে শিক্ষার পথিকৃৎ ছিলেন। দেশের জন্য তাঁর অতুলনীয় অবদান সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
প্রসঙ্গত, মদন মোহন মালব্য (২৫ ডিসেম্বর ১৮৬১ – ১২ নভেম্বর ১৯৪৬) কট্টর জাতীয়তাবাদী, সাংবাদিক, সমাজকর্মী, আইনজীবী, রাষ্ট্রনায়ক, শিক্ষাবিদ এবং প্রাচীন ভারতীয় সংস্কৃতির পণ্ডিত মহামনা পণ্ডিত মদন মোহন মালব্য জাতির ইতিহাসে এক বিশাল ব্যক্তিত্ব হিসেবে দাঁড়িয়ে আছেন। তিনি প্রাচীন ও আধুনিক, প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির এক অনন্য সমন্বয়ের প্রতিনিধিত্ব করেছিলেন। অখিল ভারত হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা ছিলেন।