আকতু, ২৫ ডিসেম্বর (হি.স.): কাজাখস্তানের আকতুতে ভেঙে পড়ল যাত্রিবাহী একটি বিমান। কাজাখস্তান সরকারের তরফে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে। বুধবার সকালের এই দুর্ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের। বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রনজি যাচ্ছিল বিমানটি। কিন্তু ঘন কুয়াশার কারণে সেটির পথ ঘুরিয়ে দেওয়া হয়। ভেঙে পড়ার আগে বিমানবন্দরের উপর বেশ কয়েক বার চক্কর কাটতে দেখা গিয়েছে বিমানটিকে। তার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে গিয়ে ভেঙে পড়ে।