আগরতলা, ২৫ ডিসেম্বর : গ্যারেজ বিক্রয় নিয়ে প্রতারণার অভিযোগে ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে সরব রামনগর দুই নাম্বার রোডের বাসিন্দারা। মেয়রের কাছে এ নিয়ে অভিযোগ জানিয়েছেন তাঁরা।
ঘটনার বিবরণে জানা গেছে, আগরতলা রামনগর দুই নাম্বার রোডের শেষ প্রান্তে থাকা র্যাডিয়েন্ট কোম্পানির ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে এলাকাবাসী এক অভিনব কায়দায় আন্দোলনে নেমেছেন। ওই এলাকায় উল্লেখ্য কোম্পানিটি একটি ফ্ল্যাট তৈরি করছিল। পরবর্তীতে ফ্ল্যাটের মালিক সেই ফ্ল্যাটের নিচে থাকা গ্যারেজ এলাকাবাসীদের মধ্যে নির্দিষ্ট কয়েকজনের কাছে চার লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে। কিন্তু পরবর্তীতে এলাকাবাসী বুঝতে পারেন ফ্ল্যাটের নিচে থাকা গ্যারেজগুলি সেই কোম্পানির মালিক এলাকার বেশ কয়েকজনের কাছে বিক্রি করেছে।
এলাকাবাসীর অভিযোগ, র্যাডিয়েন্ট কোম্পানির মালিক গ্যারাজের নাম করে তাদের থেকে টাকা হাতিয়ে প্রতারণা করেছে। এলাকাবাসী এমন অভিযোগ এনে ফ্ল্যাটের সামনে বিশাল আকার পোস্টার লাগিয়ে দেন। এলাকাবাসী পোষ্টারের মাধ্যমে জনগণকে সতর্ক করে লিখে দেন ওই কোম্পানি থেকে ফ্ল্যাট কিনতে হলে সাবধান।
এদিকে, প্রতারণার বিষয়ে ওই এলাকার জনগণ মেয়রের কাছে অভিযোগ জানিয়েছে। তাদের দাবি যাদের থেকে গ্যারেজ বিক্রি করে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে না হলে এই ফ্ল্যাট বিক্রি বা তৈরি করার কাজ আপাতত বন্ধ থাকবে।