আগরতলা, ২৫ ডিসেম্বর: দুই বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গতকাল রাতে কুমারঘাট সায়দাবাড়ি বাজার এলাকায় ওই দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে গিয়েছে। এদিকে, ঘাতক বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
ঘটনার বিবরণে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে খবর আসে কুমারঘাট সায়দাবাড়ি বাজার এলাকায় দুটি বাইকের সংঘর্ষ ঘটে। তাতে ৫৬ বছরের জওহর পালের অবস্থা আশঙ্কা জনক। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তাকে উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে গেলে সেখানো তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি আরও জানিয়েছেন, তিনি কুমারঘাট কো-অপারেটিভ গেস্ট হাউসের ম্যানেজার ছিলেন। ড্রাইভিং লাইসেন্সহীন চালকের বাইকের ধাক্কায় মৃত্য হয়েছে তাঁর।