BRAKING NEWS

দেশ ও রাজ্যের অর্থনৈতিক বিকাশে সিডি রেশিওর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ ডিসেম্বর: দেশ ও রাজ্যের অর্থনৈতিক বিকাশে সিডি রেশিওর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ উত্তর পূর্বাঞ্চল ব্যাঙ্কার্স সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী জন ধন যোজনার অধীন এখন পর্যন্ত ত্রিপুরায় ১০ লক্ষ ৮৩ হাজার জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাছাড়া, রাজ্যের প্রত্যেক জেলায় এটিএম পরিষেবার ব্যবস্থা রয়েছে। তাছাড়া, প্রধানমন্ত্রীর মুদ্রা লোন প্রকল্পে এখন পযন্ত রাজ্যের মানুষ উপকৃত হয়েছেন।

উত্তর পূর্বাঞ্চল ব্যাঙ্কার্স সম্মেলনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, রাজ্যের অধিকাংশ গ্রাম ব্যাংকিং পরিষেবার আওতায় রয়েছে। রাজ্যের আর্থিক ব্যবস্থার উন্নতিতে কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পসমূহ রূপায়িত হচ্ছে। পাশাপাশি কৃষি, এমএসএমই, মুদ্রা ইত্যাদি ঋণদানের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, দেশ ও রাজ্যের অর্থনৈতিক বিকাশে সিডি রেশিওর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে আগামীদিনে ব্যাংকগুলি সিডি রেশিও বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *