আগরতলা, ২০ ডিসেম্বর: আজ আগরতলায় উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের (এনইসি) ৭২ তম পূর্ণাঙ্গ বৈঠক (প্লেনারি) শুরু হবে। ওই প্লেনারি সেশনে অংশ নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ সন্ধ্যায় রাজ্যে আসবেন। ওই প্লেনারি বৈঠকে ঘিরে ত্রিপুরা পুলিশের ট্রাফিক বিভাগ আগামী তিনদিনের জন্য শহর আগরতলায় যান চলাচলে নির্দেশিকা জারি করেছে।
এক বিজ্ঞপ্তিতে ট্রাফিক দপ্তরের তরফ থেকে আপৎকালীন পরিষেবায় নিযুক্ত যানবাহনের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। বিকল্প রাস্তাগুলি হলো নারায়ণপুর-নরসিংগড়-রামনগর-গান্ধীগ্রাম বাজার- শালবাগান-রাবার বোর্ড-চানমারি। জিবি – ইন্দ্রনগর – ধলেশ্বর মঠ চৌমুহনি- যোগেন্দ্রনগর – বাইপাস। গ) – এডিনগর – বটতলা – ফায়ার সার্ভিস – কের চৌমুহনি – শঙ্কর চৌমুহনি – বড়জলা – ময়লাখলা ভায়া এমবিবি বিমানবন্দর। ঘ) জিবি – আইএলএস – এসডিও চৌমুহনি – নন্দননগর – বণিক চৌমুহনি – খয়েরপুর।
২১ ডিসেম্বর প্রজ্ঞা ভবনে 72 তম উত্তর-পূর্ব কাউন্সিল প্লেনারি অনুষ্ঠিত হবে এবং তারপরে ত্রিপুরা স্টেট মিউজিয়াম, উজ্জয়ন্ত প্লেসে রাষ্ট্রীয় নৈশভোজ অনুষ্ঠিত হবে। তাই রাস্তায় যানবাহন এবং পথচারীদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জায়গাগুলি হলো – হোটেল পোলো টাওয়ারের দিকে গোয়ালাবস্তি, মূর্তিপ্রাঙ্গন থেকে হোটেল পোলো টাওয়ারের দিকে, পুরাতন রাজভবনের পিছনের দিকে মূর্তিপ্রাঙ্গনের দিকে, ভোলাগিরি ক্রসিংয়ের দিকে বড়জলা এবং উত্তরগেটের দিকে হারাধন সংঘ।