লিভারপুল, ১৯ ডিসেম্বর (হি.স.): আর্না স্লট দায়িত্ব নেওয়ার পর এবারের মরসুমটায় ভালো সময় যাচ্ছে লিভারপুলের। আর্না স্লটের কোচিংয়ে লিগে তারা শীর্ষস্থানে আছে, চ্যাম্পিয়ন্স লিগেও পয়েন্ট টেবিলের শীর্ষে। আর এই ফর্ম নিয়ে তারা লিগ টেবিলের নিচের দল সাউদাম্পটনকে।
বুধবার রাতে কারবো কাপের কোয়ার্টার ফাইনালে কোনও ক্রমে জয় পেল ২-১-এ। ডারউইন নুনেজ ও হারভে ইলিয়টের গোলে জয় তুলে নিল তারা। আর সাউদাম্পটনের একমাত্র গোলটি ক্যামেরন আর্চারের। আর এদিনের আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে হারিয়ে কারাবো কাপের সেমিফাইনালে উঠেছে নিউক্যাসল। তাদের জয় ৩-১ গোলে।