নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের পরিপ্রেক্ষিতে গর্জে উঠলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অমিত শাহের ইস্তফার দাবি করে খাড়গে বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকার কোনও অধিকার নেই তাঁর।
বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “আমাদের দাবি, অমিত শাহের ক্ষমা চাওয়া উচিত এবং প্রধানমন্ত্রী মোদীর যদি ডঃ বাবাসাহেব আম্বেদকরের প্রতি আস্থা থাকে তবে তাঁকে মধ্যরাতের মধ্যে বরখাস্ত করা উচিত। তাঁর মন্ত্রিসভায় থাকার কোনও অধিকার নেই, তাঁকে বরখাস্ত করা উচিত তবেই মানুষ চুপ থাকবে, অন্যথায় মানুষ প্রতিবাদ করবে। জনতা ডঃ বি আর আম্বেদকরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত।”