আগরতলা, ১৭ ডিসেম্বর: ফের রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার।আগরতলা সাব্রুমগামী রেলে কাটা পরে মৃত্যু হয়েছে ওই মহিলার। ঘটনায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চড়িলাম কড়ই মুড়া পোদ্দার পাড়া তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং দমকলবাহিনী। দমকলবাহিনী মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে পাঠিয়েছে।
সমীর পোদ্দার নামে এক যুবক সংবাদ বলেছেন, এই এলাকার ৯৫ বছরের স্বামীহারা বৃদ্ধা ভালোবাসা পোদ্দার সব সময় মাটিতে ভর দিয়ে দিয়ে রেল রাস্তা অতিক্রম করেন। বয়সের ভারে সোজা হয়ে হাঁটাচলা করতে পারেন না। দুই হাতে এবং দু পায়ে মাটিতে ভর দিয়ে দিয়ে চলাফেরা করেন। মঙ্গলবার দিন সকাল বেলা রেল রাস্তা অতিক্রম করে বাড়িতে প্রবেশ করার সময় ট্রেনের চাকার নিচে পড়ে দ্বি খন্ডিত হয়ে যায় ভালবাসা পোদ্দরের দেহ। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং দমকল বাহিনী। সাথে ছুটে গিয়েছে এলাকাবাসী। দমকলবাহিনীরা মৃতদেহকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছে। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।