নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): রবিবার ভারতে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মে-এলিন স্টেনারের নেতৃত্বে সেদেশের এক শিল্প প্রতিনিধি দলের সঙ্গে মুম্বইতে সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল। জানা গেছে, তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকও হবে।
জানা যাচ্ছে, এই বৈঠকে ভারত এবং ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংগঠনের অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে সাম্প্রতিক অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে। এও জানা গেছে, বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা করবেন।

