নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় অর্থ মন্ত্রক শনিবার কৃষক সমিতি এবং কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক-বাজেট বৈঠক করেছে৷ বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও। এই বৈঠকে কৃষক সমিতির কাছ থেকে পরামর্শ শোনে অর্থ মন্ত্রক। বৈঠকের পর ভারতীয় কিষাণ সংঘ-র চেয়ারম্যান বদ্রী নারায়ণ চৌধুরী বলেছেন, “গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, তাঁরা (সরকার) পরামর্শ নেয় এবং তা বাস্তবায়নও করে। তাই, লোকজন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসে এবং তাদের পরামর্শ দেয়। আমরা সরকারের উদ্যোগকে ধন্যবাদ জানাই। অতিরিক্ত সার ব্যবহারের কারণে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, তাই আমরা জৈবিক চাষের ক্ষেত্রে সরকারের উদ্যোগকে ধন্যবাদ জানাই।”
2024-12-07