পাটনা, ৬ ডিসেম্বর (হি.স.): পাটনায় বিহার পাবলিক সার্ভিস কমিশন অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। পিএসসি পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করল পুলিশ। শুক্রবার বিহার পাবলিক সার্ভিস কমিশন অফিসের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।
৭০-তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা আগের মতো করার দাবিতে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। পরীক্ষা পদ্ধতি স্বাভাবিক করার দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি বেগতিক দেখে লাঠিচার্জ করে পুলিশ। ডিএসপি অনু কুমারী বলেছেন, “বিক্ষোভ বেআইনি, কারণ তাদের কোনও অনুমতি নেই। আমরা পাঁচ জনের প্রতিনিধি দলের নাম চেয়েছি, যারা নিজেদের দাবিগুলো রাখবেন।”