আগরতলা, ৩ ডিসেম্বর: চতুর্থ জাতীয় লোক আদালত আগামী ১৪ ডিসেম্বর ত্রিপুরা হাইকোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে আদালতের কাজ শুরু হবে। এই লোক আদালতে বিভিন্ন ধরনের ২৫টি মামলা নিষ্পত্তির জন্য উঠবে। জাতীয় লোক আদালতের আহ্বায়ক এই সংবাদ জানিয়েছেন। TweetShareShare0 Shares