নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): দেশের জাতীয় রাজধানী দিল্লির কালিন্দী কুঞ্জের কাছে যমুনা নদীতে ভাসছে বিষাক্ত ফেনা। সাদা ফেনায় কার্যত ঢেকে গিয়েছে নদীবক্ষ। যেন মেঘ নেমে এসেছে যমুনার জলে। রবিবার সকালে সেখানে দেখা গেল এমনই দৃশ্য।
বিগত মাসব্যাপী যমুনার জল বিষাক্ত হয়ে উঠেছে। রবিবার সকালেও হেরফের হলো না যমুনার ‘বিষাক্ত’ জলের পরিস্থিতির। যা রীতিমতো উদ্বেগজনক বলে মনে করছেন বহু মানুষ। কবে এই পরিস্থিতির উন্নতি হবে, প্রশ্ন জাগতে শুরু করেছে মানুষের মনে।