নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): বিগত মাস থেকেই দিল্লির বাতাসের গুণগতমান খারাপ পর্যায়ে পৌঁছেছিল। রবিবারও তার ব্যতিক্রম হলো না। দূষণে দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন দিল্লিবাসীরা। রবিবার সকালেও দেশের জাতীয় রাজধানীতে বায়ুদূষণ মাত্রার বিশেষ উন্নতি হয়নি। বরং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুসারে, এদিন সকালে দিল্লির বেশ কিছু এলাকার বাতাসকে ‘খুব খারাপ’ পর্যায়ভুক্ত করা হয়েছে।
রবিবার সকালে কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির বিভিন্ন অঞ্চল। ইন্ডিয়া গেট, বিকাজি কামা প্লেস-সহ রাজধানীর একাধিক এলাকা ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির বাসিন্দারা।