নয়াদিল্লি, ২ নভেম্বর৷৷ প্রাক্তন সেনা কর্মীর আত্মহত্যাকে ঘিরে বুধবার দিনভর দিল্লিতে রাজনৈতিক নাটক মঞ্চস্থ হল৷ সমবেদনা জানাতে গিয়ে পুলিশ আটকে দেয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে৷ পরবর্তী সময়ে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়৷ শুধু তাই নয়, প্রাক্তন সেনাকর্মীর ছেলে ও বাবাকেও পুলিশ আটক করে নিয়ে যায় থানায়৷ পরিস্থিতি আরো ঘোলাটে হয়, যখন থানার ভেতর পুলিশ কর্মীদের শাসান কংগ্রেস সহ সভাপতি৷ পুলিশ রাহুল গান্ধীকে ছেড়ে দিলেও আটক করে রাখে প্রাক্তন সেনাকর্মীর ছেলে ও বাবাকে৷ এদিকে, সমবেদনা জানাতে গিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোডিয়াকেও পুলিশ আটক করে৷ এদিন, প্রথমবার থানা থেকে রাহুল গান্ধীকে ছেড়ে দেওয়া হলেও আবারও তাঁকে ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে আটক করা হয়৷ আটকে দেওয়া হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও৷ ফলে তিনি প্রাক্তন ঐ সেনাকর্মীর মৃত্যুতে হাসপাতালে গিয়ে সমবেদনা জানাতে পারেন নি বলে ক্ষোভ ব্যক্ত করেন৷ ফলে, এক পদ এক পেনশন চালু না হওয়ায় প্রাক্তন সেনাকর্মী রামকিষাণ গ্রেওয়ালের আত্মহত্যার ঘটনায় সরগরম জাতীয় রাজনীতি৷
মঙ্গলবার দিল্লির একটি পার্কে অবসরপ্রাপ্ত সেনাকর্মী রামকিষাণ গ্রেওয়াল এক পদ এক পেনশন চালু না হওয়ায় আত্মহত্যা করেন৷ বুধবার, প্রয়াত রামকিষাণকে শেষ শ্রদ্ধা জানাতে রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী৷ কিন্তু তাঁকে হাসপাতালে ঢুকতে বাধা দেয় দিল্লি পুলিশ৷ এমনকি প্রাক্তন সেনা কর্মীর পরিবারের সদস্যদেরও রাহুল গান্ধীর সাথে দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী মাণীশ সিসোডিয়াকেও এদিন হাসপাতালে ঢুকতে বাধা দিয়ে তাঁকে আটক করে দিল্লি পুলিশ৷ আটকে দেওয়া হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও৷ এই ঘটনার পর রাহুল ও আম আদমি পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন৷ রাহুল এদিন ট্যুইট করে বলেছেন, আমি প্রধানমন্ত্রীর কাছে আবার আর্জি জানাচ্ছি সৈন্যদের প্রাপ্য আদায়ের জন্য যেন সংগ্রাম না করতে হয়৷ এক পদ এক পেনশন অর্থবহভাবে রূপায়ণ করতে হবে৷ সুবেদার রামকিষাণ গ্রেওয়ালের পরিবারকে সমবেদনা জানাচ্ছি৷ তাঁর মৃত্যু খুবই শোকাহত৷
পাশাপাশি তাঁকে হাসপাতালে ঢুকতে বাধাদান প্রসঙ্গে রাহুল প্রধানমন্ত্রীকে এক হাত নিয়েছেন৷ বিষয়টি নিয়ে বিজেপি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন আম আদমি পার্টি নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এক পদ এক পেনশন নিয়ে মিথ্যা কথা বলার অভিযোগ এনেছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ কেজরিওয়াল বলেছেন, এক পদ এক পেনশন রূপায়িত হয়েছে দাবি করে মিথ্যা বলেছেন প্রধানমন্ত্রী৷ এভাবে প্রাক্তন সমরকর্মীদের চূড়ান্তভাবে ঠকানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন৷ তাঁর প্রশ্ণ, এক পদ এক পেনশন রূপায়িত হলে রামকিষাণ কেন আত্মহতা করলেন? পাশাপাশি সিসোডিয়াকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেজরিওয়াল৷ তাঁর দাবি, ভয় পেয়েছেন মোদি৷
এদিন, হাসপাতালে গিয়ে প্রাক্তন সেনাকর্মীর পরিবারকে সহমর্মিতা জানানোর জন্য দেখা করার চেষ্টা করলে আটক করা হয় কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীকে৷ তাঁকে নিয়ে যাওয়া হয় মন্দির মার্গ থানায়৷ এক ঘন্টা দশ মিনিট তাঁকে থানায় বসিয়ে রাখা হয়৷ শুধু তাই নয়, আটক করা হয় প্রাক্তন সেনাকর্মীর ছেলে ও বাবাকেও৷ রাহুলকে একসময় পুলিশ থানা থেকে ছেড়ে দিতে চাইলে পুলিশ কর্মীদের তখন শাসিয়েছেন কংগ্রেস সহ সভাপতি৷ তিনি থানায় পুলিশ কর্মীদের ধমক দিয়ে বলেন, প্রাক্তন সেনাকর্মীর ছেলে ও বাবাকে গ্রেপ্তার করতে আপনাদের লজ্জা করে না৷ তিনি পুলিশকে তাদের ছেড়ে দেওয়ার জন্য বলেন৷ কিন্তু পুলিশ তখন প্রাক্তন সেনাকর্মীর ছেলে ও বাবাকে ছাড়তে চাইছিল না৷ তাতে, রাহুল প্রশ্ণ তুলে বলেন, একজন সেনাকর্মীর বাবা ও ছেলেকে কিভাবে গ্রেপ্তার করা হয়? যদিও গ্রেপ্তার করা না হয় তাহলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে না কেন? রাহুলের অভিযোগ দেশে অগণতান্ত্রিক মানসিকতার বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ প্রসঙ্গে দিল্লি পুলিশ যা ঠিক মনে করেছে তাই করেছে বলে মন্তব্য করেন৷ এই আটক প্রসঙ্গে দিল্লি পুলিশের যুক্তি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তাঁদের আটক করা হয়েছে৷ দিল্লি পুলিশের এই সাফাই মানতে রাজি নন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও৷ রাহুল ও সিসোডিয়াকে আটক করে পুলিশ ঠিক করেনি বলে মন্তব্য করেন তিনি৷ সব মিলিয়ে অবসরপ্রাপ্ত সেনাকর্মীর আত্মহত্যাকে ঘিরে জাতীয় রাজনীতিতে ফায়দা তোলার চেষ্টায় রাজনৈতিক দলগুলি৷
2016-11-03