পার্থ, ২১ নভেম্বর (হি.স.) : ভারত ও অস্ট্রেলিয়া শুক্রবার পার্থে মুখোমুখি হতে চলেছে। উদ্বোধনী টেস্ট ম্যাচে আবহাওয়ার পূর্বাভাস ও পিচ রিপোর্ট।
আবহাওয়ার আপডেট : পূর্বাভাস অনুযায়ী, ২৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্থ টেস্ট ম্যাচের প্রথম দিনে। সকালে ঝিরঝির বৃষ্টি হবে, যা অপটাস স্টেডিয়ামে ফাস্ট বোলিংয়ের জন্য উপযোগী করে তুলবে। অর্থাৎ সকাল ছাড়া বাকি সময় পার্থে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তাই আবহাওয়ার কারণে খেলাটি কোনও বাধার সম্মুখীন হবে না।
পিচ রিপোর্ট : পার্থ কিউরেটর আশা করেছিলেন খেলা চলার সঙ্গে সঙ্গে পিচে ফাটল তৈরি হবে, কিন্তু এখন এটি অসম্ভব বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে, টেস্ট ম্যাচের প্রথম দুই দিনে ভালো পেস এবং বাউন্স আশা করা যেতে পারে।