গোলাঘাট (অসম), ১৭ নভেম্বর (হি.স.) : দুদিনের অক্লান্ত চেষ্টায় গর্তে আবদ্ধ বুনো হাতি-শাবককে উদ্ধার করেছেন বনকর্মীরা। গতকাল শনিবার গোলাঘাট জেলার অন্তর্গত মোরাঙ্গির ২ নম্বর বালিজান কাঠনিবস্তিতে রাতের অন্ধকারে পাল থেকে বিচ্ছিন্ন হয়ে একটি গর্তে পড়ে গিয়েছিল বুনো হাতি-শাবক। গর্তে পড়ে যাওয়ার পর সারা রাত তার বৃংহিতে (ডাক) পার্শ্ববর্তী গ্রামের মানুষ আজ (রবিবার) ভোরে জড়ো হন। তাঁরা খবর দেন বন দফতরে।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান বন বিভাগের কর্মকর্তারা। তাঁর গার্তে আটকে পড়া শাবককে উদ্ধার করতে কয়েক ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করেছেন। অবশেষে একটি এক্সক্যাভ্যাটর (জেসিবি) দিয়ে গৰ্তে মাটি ফেলে হাতি-শাবককে ওপরে ওঠার রাস্তা করে দেওয়া হয়। ওই রাস্তায় ওপর ওঠে দ্রুত জঙ্গলের দিতে চলে যায় বুনো হাতির শাবকটি।
সফল উদ্ধার অভিযানে স্বস্তি পেয়েছেন স্থানীয় মানুষ এবং বন আধিকারিক এবং কর্মচারীরা।