সুষ্ঠ ও অবাধ ভোটপর্ব সম্পন্ন করতে টহল পুলিশ সুপারের
ধলাই (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : নির্ধারিত সূচি অনুযায়ী আজ বুধবার সকাল সাতটা থেকে কাছাড় জেলার অন্তর্গত ধলাই সহ অসমের পাঁচটি বিধানসভা আসনে উপ-নিৰ্বাচন শুরু হয়। শেষ হয়েছে বিকাল পাঁচটায়। বিকাল তিনটা পর্যন্ত ধলাইয়ে বিকাল পাঁচটা পর্যন্ত ৭২.৪০ ভোট পড়েছে শতাংশ।
নিৰ্বাচন কমিশন সূত্রে এ খবর জানানো হয়েছে। সূত্ৰটি জানিয়েছে, ধলাইয়ের ২০৮টি বুথে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করেছেন। ভোটাররা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সারিবদ্ধ ভাবে নিজের নিজের পছন্দের প্ৰাৰ্থীকে ভোট দিয়েছেন।
এদিকে, কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো তাঁর দলবল নিয়ে সকাল সাতটার আগে থেকে গোটা ধলাইয়ে টহল দিয়েছেন। ভোটদানের সময় যাতে কোনও অপ্ৰীতিকর ঘটনা সংঘটিত না হয় তার প্ৰতি লক্ষ্য রেখে এদিন ভোর থেকে তিনি উপ-নিৰ্বাচনের সব কয়টি বুথ পরিদৰ্শন করেছেন।