নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): মাত্রাতিরিক্ত বায়ুদূষণ ও ধোঁয়াশায় নাজেহাল অবস্থা রাজধানী দিল্লিতে। বুধবারও রাজধানী দিল্লিতে বাতাসের গুণগতমান খারাপ পর্যায়েই থাকল। এদিন সকালেও দিল্লির ইন্ডিয়া গেট, অক্ষরধাম, কর্তব্যপথ প্রভৃতি এলাকা ঘন ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। ধোঁয়াশার কারণে সকালের দিকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। ঘন কুয়াশায় ঢেকে যায় হরিয়ানার গুরুগ্রামও।
দিল্লিতে যমুনা নদীতে এখনও ভাসছে বিষাক্ত সাদা ফেনা। বুধবার সকালে দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় যমুনার জলে বিষাক্ত সাদা ফেনা ভেসে বেড়াতে দেখা যায়। সাদা ফেনায় কার্যত ঢেকে গিয়েছে যমুনা। যমুনা নদী থেকে বিষাক্ত এই ফেনা পরিষ্কারের কাজ চলছে। তাও অবস্থা একইরকম।