টিএসআর ১৫ ব্যাটেলিয়ন ক্যাম্প নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন মন্ত্রী সুধাংশু দাস

ফটিকরায়, ৭ নভেম্বর : রাজ্যের সামগ্রিক উন্নয়ন বর্তমান শাসক দলের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যে এবার  ফটিকরায় বিধানসভা কেন্দ্রের কাঞ্চনবাড়ীতে হতে যাচ্ছে টিএসআর ১৫ ব্যাটেলিয়ন ক্যাম্প। বৃহস্পতিবার এই ক্যাম্প স্থাপনের জন্য সরকারি আধিকারিকদের নিয়ে কাঞ্চনবাড়ি পরিদর্শন করে প্রস্তাবিত জায়গা চূড়ান্ত করলেন  মন্ত্রী সুধাংশু দাস।  রাজ্যের  উন্নয়নকে শুধু মাত্র শহর কেন্দ্রীক না রেখে এবার গ্রামীণ এলাকাতেও উন্নয়নকে গতিশীল করলো রাজ্য সরকার।

বৃহস্পতিবার  ফটিকরায় বিধানসভার অন্তর্গত পশ্চিম কাঞ্চনবাড়ীতে টিএসআর ১৫ ব্যাটেলিয়ন এর প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন রাজ্য সরকারের প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস। এই জমি পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন  ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কেরি মারার(আইপিএস), জেলা ও মহকুমা স্তরের আধিকারিক, প্রধান , বন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা।

তিনি জানান, জমি অধিগ্রহণের প্রক্রিয়া গত ছয় মাস ধরেই চলছে। আজকে তার চুরান্ত পর্যায়ের পর্যালোচনা হয়। এবং গোটা এলাকা বিভিন্ন আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন। আগামী কিছু দিনের মধ্যেই টিএসআর ১৫ ব্যাটেলিয়ন এর ক্যাম্প এর শিলান্যাস  করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

এই ক্যাম্প স্থাপনের ফলে ফটিকরায় বিধানসভা তথা কাঞ্চনবাড়ী এলাকার জনসাধারণের অত্যন্ত লাভজনক হবে। কারন ক্যাম্প স্থাপনের ফলে যেমন গোটা বিধানসভা এলাকায় নিরাপত্তাজনক বিষয়টি আরো সুদৃঢ় হবে ঠিক তেমনি ক্যাম্প স্থাপনের ফলে যে জওয়ানরা এখানে ক্যাম্পে থাকবেন তাদের নিত্যদিনের কেনাকাটাও কাঞ্চনবাড়ী বা তৎসংলগ্ন বাজার থেকে করবেন। যার ফলে আখের লাভবান হবেন  স্থানীয় ব্যবসায়ীরা বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী।