আগরতলা, ২৭ অক্টোবর।। রবিবার মনোজ্ঞ এক অনুষ্ঠানের মধ্যদিয়ে আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব বিষয়ক দফতর মন্ত্রী টিঙ্কু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে স্বাগত জানান আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে। তারপর মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। মেয়র দীপক মজুমদার তাঁর ভাষণে আগরতলা প্রেস ক্লাবের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় তাঁর বক্তব্যে আগামীতে যেকোনো ক্রীড়া কর্মকাণ্ডে আগরতলা প্রেস ক্লাবের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাব আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র দীপক মজুমদার, ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় ও সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানের শেষে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সমস্ত পুরস্কার বিজয়ীদের পাশাপাশি সকল সদস্য-সদস্যাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান আগরতলা প্রেস ক্লাবের সহসম্পাদক অভিষেক দে।
2024-10-27

