বাঁকুড়ায় একনাগাড়ে   বৃষ্টিতে ধসে পড়ে প্রাচীন দোতলা বাড়ির একাংশ

বাঁকুড়া,  ২৬ অক্টোবর    (হি.স.) : দানার     দাপটে নাগাড়ে    বৃষ্টিতে ব্যাপক ক্ষতি না হলেও বিপর্যস্ত হয়ে পড়ে   জনজীবন।আর   এই একনাগাড়ে   বৃষ্টিতে ধসে পড়ে   প্রাচীন একটি দোতলা বাড়ির   একাংশ।দানার প্রভাবে শুক্রবার সকাল থেকেই একটানা বৃষ্টি পড়তে থাকে। রাস্তা ঘাট সব শুনসান হয়ে যায়।শুক্রবার   অধিক রাতে এই ঘটনা ঘটলেও কোনও প্রান হানি ঘটেনি। ইন্দারাগোড়া   জি.পি. সিংহ রোডে বাঁকুড়া শহরের   ৬নং ওয়ার্ডের   হরেশ্বর   মেলায় বহু প্রাচীন এই বাড়িতে বেশ কয়েকটি ভাড়াটিয়া  পরিবার বাস করতো।বাড়িটি জীর্ন হয়ে পড়ায় বেশ কিছু ভাড়াটিয়া বাসস্থান  ত্যাগ করে   অন্যত্র চলে যায়।বাড়ির   বাকি অংশে এখনও তিন চারটি পরিবার   বাস করতো।ঘটনার   পরই তাদের   অন্যত্র সরিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা   জানান বাড়িটিতে বেশ কিছু ভাড়াটিয়া বসবাস করলেও সংস্কারের   অভাবে জীর্ন হয়ে পড়ে।   অধিক বৃষ্টিতে শুক্রবার রাতে একাংশ ধসে পড়ে।   বিষয়টি পৌরসভার   গোচরে   আনা হয়েছে।