আমেঠি, ২৫ অক্টোবর (হি. স.) : শুক্রবার উত্তর প্রদেশের জয়স কোতোয়ালি এলাকার অন্তর্গত শহরের নৌগজি মোড়ে একটি বাসে হঠাৎ আগুন লাগে। ঘটনায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। জানা গেছে, যাত্রীদের নিরাপদে বের করে নেওয়া হয়েছে। রায়বেরেলি জেলার নাসিরাবাদ থানা এলাকার অন্তর্গত বাবনপুর থেকে একটি বেসরকারি পর্যটন বাস যাত্রী নিয়ে আমেঠি জেলার জয়স কোতোয়ালি এলাকা হয়ে রায়বেরেলি সিটিতে যাচ্ছিল। বাসটি জয়স শহরের নৌগাজি মোড়ে পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ বাসের নিচ থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং আগুন ধরে যায়। এতে বাসের ভেতরে বসা প্রায় ৪০ জন যাত্রীর মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর বাসের সব যাত্রীকে নিরাপদে বের করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। কোতোয়ালির ইনচার্জ পরিদর্শক রবি কুমার সিং বলেন, বাসের চালকের মতে, কম্প্রেসার পিছনে থাকার কারণে গাড়িতে আগুন লেগেছে। আগুন নেভানো হয়েছে। বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল শুরু করা হয়েছে।