BRAKING NEWS

দানা’র প্রেক্ষিতে শেষ মুহূর্তে বাতিল কলকাতা পুরসভার মাসিক অধিবেশন

কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : দানা’র প্রেক্ষিতে কলকাতা পুরসভায় বাতিল ২৫ তম পুর অধিবেশন। পুর কর্তৃপক্ষের তরফেও শেষ মুহূর্তে এই ঘোষণা করা হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, কেন্দ্রীয় পুরভবনের কাউন্সিল চেম্বারে শুক্রবার দুপুর দুটো নাগাদ ওই সভা স্থির হয়। নিয়ম অনুযায়ী, আগামী জানিয়ে ও দেওয়া ছিল। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তথা কলকাতার মেয়রের রোজকার অনুষ্ঠানের তালিকায়ও তা লিপিবদ্ধ ছিল। উল্লেখ্য, পুরভবনেই মেয়র উপস্থিত ছিলেন গতকাল রাতভর। দফায় দফায় আলোচনার পর একেবারে শেষ মুহূর্তেই তা বাতিল ঘোষণা করার জন্য প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, কলকাতা পুরসভায় মেয়রের সচিবালয় ও কমিশনার ধবল জৈন এর দফতর থেকে চটজলদি তা ১৪৪ ওয়ার্ডের পুরপিতা ও পুরমাতাদের পরিবর্তিত পরিস্থিতিতেই জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেস এর মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তের তরফেও সবিস্তারে জানিয়ে দেওয়া হয়। এক প্রতিক্রিয়ায় তিনি জানান নচেৎ সভায় যোগদানের জন্য সবাই যথাসময়েই পৌঁছে যেত। কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের দফতর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে গৃহীত সিদ্ধান্ত অল্প সময়ের মধ্যেই জানিয়ে দেওয়া হয় সমস্ত বোরো অফিসে। মেয়র পারিষদদের পক্ষ থেকেও অবহিত করা হয় দলীয় স্তরে। বিরোধী বিজেপি ও কংগ্রেস এবং বাম দলের কাছেও তা পাঠানো হয়েছে। দুপুরের মধ্যেই জানিয়ে দেওয়ার ফলে এদিন পুরসভার চলতি মাসের সভায় যোগদানের জন্য বিরত থাকেন তাদের সকলেই। মেয়র ফিরহাদ হাকিম এক সাংবাদিক এরপর সম্মেলনে জানিয়েছেন, কাল শনিবার অর্থাৎ ২৬ অক্টোবর যথারীতি মাসিক অধিবেশন দুপুর আড়াইটে নাগাদ কাউন্সিল চেম্বারে বসছে। সকলকেই যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *