বার্সেলোনা, ১৮ অক্টোবর (হি.স.) : সেরার সেরা ট্রফি পেলেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসে সর্বাধিক শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস সম্মানে সম্মানিত করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
বৃহস্পতিবার ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয় মেসির হাতে। মেসি ৪৬টি দলগত এবং ৫৬টি ব্যক্তিগত শিরোপা জিতেছেন।