নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ অক্টোবর:
ধর্মনগরে প্রতিমা নিরঞ্জন পর্ব অবাধ ও শান্তি পূর্ণভাবে অতিবাহিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা এবং নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল রাতে ধর্মনগরে বিজয়া দশমী অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বেশিরভাগ ক্লাব ও বাড়ির পুজোয় দুর্গা প্রতিমার নিরঞ্জন সম্পন্ন হয়েছে। দশমীর শোভাযাত্রায় অসংখ্য দর্শনার্থী অংশগ্রহণ করেন। ভক্তিভরে মাকে বিদায় জানান।
যদিও ধর্মনগরের কিছু বড় পুজোর দশমী আজ অনুষ্ঠিত হয়েছে। তবে গতকালের সমস্ত কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা এবং নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। ফলে নিরঞ্জন পর্ব নির্বিঘ্নে হয়েছে। ধর্মনগরের পূজা কমিটিগুলিও প্রশাসনের নির্দেশনা মেনে চলার ক্ষেত্রে সহযোগিতা করেছে, যা পূজার সামগ্রিক ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করেছে।আজ যারা দশমীর শোভাযাত্রা করবেন, তাদের জন্যও প্রশাসন প্রস্তুত রয়েছে।