BRAKING NEWS

কল্যাণপুরে সাড়া জাগিয়ে দেবী দূর্গার আরাধনায় একত্র সংঘ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৭ অক্টোবর:
ভৌগলিক আয়তনের দিক দিয়ে কল্যাণপুর ছোট জায়গা হলেও এই সময়ের মধ্যে চিরাচরিত সংস্কৃতির বাস্তবায়ন থেকে শুরু করে বিভিন্নভাবে আধুনিকতার সাজে সাজতে গিয়ে কল্যাণপুর গোটা রাজ্যের মধ্যে একটা সমীহ করার মত জায়গায় পৌঁছে গেছে।

এই অবস্থায় দাঁড়িয়ে প্রতি বছর কল্যাণপুরে ব্যাপক জাঁকজমক ভাবেই দুর্গাপূজার আয়োজন হয়ে চলে। এবার ভয়াবহ বন্যার পর কল্যাণপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং স্বাভাবিকভাবেই গোটা এলাকার আর্থসামাজিক ব্যবস্থা যখন প্রভাবিত তখন দুর্গাপূজা আয়োজন নিয়ে দিকে দিকে নানাবিধ প্রশ্ন তৈরি হয়। এই অবস্থায় দাঁড়িয়ে কল্যাণপুরের অন্যতম বনেদি ক্লাব একত্র সংঘ এবারও অনেকটা সাড়া জাগিয়েই দুর্গাপূজা আয়োজন করতে চলেছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে ইতিমধ্যে একত্র সংঘ চত্বরে বড়সড়ো প্যান্ডেল তৈরি হচ্ছে, খবর নিয়ে জানা গেছে স্থানীয় শিল্পীদের দ্বারা মন্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা তৈরি সহ যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত। ক্লাব কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে এ বছর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ক্লাব সদস্যরা বাহ্যিকভাবে কোন চাঁদা আদায় না করে নিজেদের উদ্যোগেই সম্মিলিতভাবে পূজা আয়োজন করছে।

পাশাপাশি অন্যান্য বারের মত সামাজিক সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচিও একত্র সংঘের তরফ থেকে হাতে নেওয়া হচ্ছে বলে খবর। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে বন্যাকে পেছনে ফেলে দুর্গাপূজা আয়োজনে কল্যাণপুরের একত্র সংঘ স্বমহিমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *