ফিরোজাবাদ, ১৯ সেপ্টেম্বর (হি.স.): বুধবার গভীর রাতে উত্তর প্রদেশের ফারিহা থানা এলাকায় গরু বাঁধতে গিয়ে দেওয়াল চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয় গরুটি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।জানা গেছে, বুধবার গভীর রাতে বৃষ্টির সময় ফারিহা থানার গুহানা গ্রামের বাসিন্দা মুকেশের স্ত্রী গঙ্গাশ্রী (৪৯) তার গরু বাঁধতে যাচ্ছিলেন। সেই সময় দেওয়ালটি ধসে পড়ে। যার তলায় চাপা পড়ে যান গঙ্গাশ্রী। তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে মারা যায়। ঘটনাস্থলে ভিড় জমায় গ্রামবাসীরা। পরিবারের লোকজন ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
2024-09-19